• Cougar

    Cougar

  • Lions

    Lions

  • Snowalker

    Snowalker

  • Howling

    Howling

  • Sunbathing

    Sunbathing

Friday, July 5, 2013

গেমস জোন [পর্ব-১০৬] :: Sleeping Dogs (২০১২/এডভেঞ্চার/কোর ২ ডুয়ো)

ঘুমন্ত কুকুর! ঘুমাতে দাও! নাহলে কামড়ে দিবে! হাহাহা!
গেমস জোনে কিছু পরিবর্তন এনেছি। প্রথমত, গেমসগুলোর কাহিনী বা স্টোরিলাইন লিখবো না, কারণ কাহিনীচক্র আগেই জেনে গেলে গেমস খেলে মজা পাওয়া যায় না। এরই জন্য আমার মুভিস জোন বাদ দিয়ে দিয়েছি। তবে বিশেষ কিছু গেমসগুলোতে কাহিনীচক্র ছোট করে লিখতে পারি। আর ডাউনলোড বিভাগ এখন থেকে বাদ। কারণ ফাইলগুলো
আমি নিজে আপলোড করি না। তাই দেখা যায় যে পাসওর্য়াড, ফাইল মিসিং ইত্যাদি সমস্যা ফাইলে থাকলে তোমরা আমাকে দোষ দাও। তাই এখন থেকে নিজ দায়িত্বে ডাউনলোড করে নিবে। আমি শুধু কয়েকটি ওয়েবসাইট দিয়ে দিবো।
স্লিপিং ডগস একটি ২০১২ সালের একশন এডভেঞ্চার ওপেন ওয়ার্ল্ড ভিডিও গেম নির্মাণ করেছে স্কোয়ার ইনিক্সে লন্ডন স্টুডিও এবং প্রকাশ করেছে স্কোয়ার ইনিক্স। গেমটি পিসি, প্লে-স্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ গেমস কনসোলের জন্য ২০১২ সালের ১৪ই আগষ্ট মুক্তি পেয়েছে। গেমটির পটভূমি হং কং এবং গেমটি হংকং এর ট্রিয়ার্ডসগুলো আন্ডারকভার অপারেশনগুলোতে ফোকাস করেছে।
গেমটি ট্রু ক্রাইম  সিরিজের ৩য় সংস্করণ এবং গেমটি ২০০৯ সালে ট্রু ক্রাইম: হংকং নামে এনাউন্স করা হয়েছিল। তবে গেমটির উচ্চমূল্যের নির্মাণ বাজেট এবং অন্যান্য কারণে ২০১১ সালে গেমটির কাজ বন্ধ হয়ে যায়। পরে ২০১২ সালে স্কোয়ার ইনিক্স গেমটি প্রকাশনা সত্ত্ব কিনে নেয় তবে ট্রু ক্রাইম  নামটি কিনে না নেওয়ায় গেমটি তারা স্লিপিং ডগস  নামে বাজারে আনে।
গেমটি পটভূমি হংকং সিটিতে কিন্তু একটি ফিকশনাল সময়ে। তোমাকে খেলতে হবে স্যান ফ্রান্সসিস্কোর পুলিশ ডির্পাটমেন্টের অফিসার উই শেন এর ভূমিকায় যাকে হংকংয়ে বদলি করে দেওয়া হয়েছে। উইকে হংকং এর ট্রিয়ার্ড সোসাইটিতে সান অন ই এর সম্পর্কে তথ্য খুঁজতে হবে এবং তাদের গ্রেফতার করতে হবে। গেমটির স্টোরিলাইন দুইভাগে ভাগ করা যায়। একটি হলো উই এর পুলিশ সদস্যের কাজের প্রতিবন্ধকতাসমূহ নিয়ে এবং আরেকটি হলো ট্রির্য়াড সমাজ নিয়ে। গেমটিতে চারটি ফিকশনাল জেলা রয়েছে যাদের এরিয়া সমূহের নামকরণ করা হয়েছে বাস্তব ভিক্তিক।
স্লিপিং ডগস
 
নির্মাতা:
ইউনাইটেড ফ্রন্ট গেমস,
স্কোয়ার ইনিক্স লন্ডন স্টুডিও
প্রকাশক:
স্কোয়ার ইনিক্স,
ন্যামকো (অস্ট্রেলিয়াতে)
ইঞ্জিণ:
হ্যাভোক
খেলা যাবে:
পিসি,
প্লে-স্টেশন ৩ এবং
এক্সবক্স ৩৬০ গেমস কনসোলে
মুক্তি পেয়েছে:
আগষ্ট, ২০১২ সালে
ধরণ:
একশন-এডভেঞ্চার
খেলার ধরণ:
সিঙ্গেল প্লেয়ার
ট্রেইলার ভিডিও:

সিস্টেম রিকোয়ারমেন্টস:
***উইন্ডোজ এক্সপি সার্পোট করবে না***
কমপক্ষে:
কোর ২ ডুয়ো ২.২ গিগাহার্জ গতির প্রসেসর,
২ গিগাবাইট র‌্যাম,
৫১২ মেগাবাইট জিফোর্স ৮৮০০ জিটি অথবা রাডিয়ন ৩৮৭০ মডেলের গ্রাফিক্স কার্ড,
৮ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
ডাইরেক্ট এক্স ১০ সাথে শেডার মডেল ৩.০
ভালভাবে খেলতে হলে:
কোর আই ৩ ২.৬ গিগাহার্জ গতির প্রসেসর,
৪ গিগাবাইট র‌্যাম,
জিফোর্স জিটিএক্স ৫৬০ অথবা রাডিয়ন ৬৯৫০ মডেলের গ্রাফিক্স কার্ড,
১৫ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
ডাইরেক্ট এক্স ১১ সাথে শেডার মডেল ৪.০
কাহিনীচক্র:
গেমটির কাহিনী শুরু হয় ভিক্টোরিয়া হারবরে যেখানে আন্ডারকভার পুলিশ অফিসার উই শেন এবং তার পার্টনার পিটার গ্রেফতার হয় একটি ড্রাগ ডিল কে কেন্দ্র করে এবং তাদেরকে কারাগারে বন্দি করা হয়। কারাগারে উই তার পুরোনো বন্ধু জ্যাকির সাথে দেখা পায়। জ্যাকি উইকে তার গ্যাঙ্গ গ্রুপে জয়েন করার আমত্রণ জানায় জেল হতে ছাড়া পাবার পর। তাদের মুক্তির পর উই জ্যাকির সাথে তার গ্রুপে জয়েন করার জন্য যায়। জ্যাকির সাথে সাক্ষাৎ এর পর জ্যাকি উইকে উইনস্টোন এর সাথে পরিচয় করিয়ে দেয়, উইনস্টোন হলো ওয়াটার স্ট্রিট গ্যাং এর লিডার এবং সান অন ই এর রেড পোল।
উইনস্টোন উইকে কিছু মিশন দেয় জেইড গ্যাং হতে তার কিছু টেরেটোরি ফিরিয়ে আনার জন্য।
এভাবে গেমটির কাহিনী আগাতে থাকে।
গেমটির প্রথম ডাউনলোডেবল কনটেন্ট “নাইটমেয়ার ইন নর্থ পয়েন্ট” যেখানে উই এর বান্ধবী নট পিং কে স্মাইলি ক্যাট এর ভূত আক্রমণ করে!!হাহাহাহা!
গেমটির দ্বিতীয় ডাউনলোডেবল কনটেন্ট “দ্যা জোডিয়াক টুর্নামেন্ট”। নামের মতো এটি একটি নিকটতস্থ আইল্যান্ডে একটি ইলিগ্যাল ফাইটিং টুর্নামেন্ট হবে যা উইকে থামাতে হবে।
গেমটির তৃতীয় ডাউনলোডেবল কনটেন্ট “ইয়ার অফ দ্যা স্নেক”। এখানে উই একটি আন্ডারকভার পুলিশ স্টেশন এর হের্ডকোয়াটারে ইন্সপেক্টর টেং এর সাথে মিটিং করে। সেখানে উই জানতে পারে যে উপরের লোকজন তার উপর নাখোশ সান অন ই এর যাবতীয় কাজ নিয়ে। এরপর উই অফিসার হতে প্যাট্রোলম্যানে পদের অবনতি হয়। এভাবে “ইয়ার অফ দ্যা স্নেক” এর কাহিনী এগিয়ে যায়।
গেম-প্লে:
গেমটির গেম-প্লে ওপেন ওয়ার্ল্ডে স্বাধীনভাবে ঘোরাফেরা করা যাবে। গেমটির ক্যামেরা প্লেয়ারের কাঁধের উপরে থার্ড পারসন ভিউতে সেট করা হয়েছে। প্লেয়ার হাঁটতে, দৌড়াতে, জাম্প দিতে পারবে, পারবে বিভিন্ন বস্তুর উপর উঠতে এবং সাঁতার কাটতে পারবে। সাথে রয়েছে অস্ত্র এবং মার্শাল আর্টস কমবাট হিসেবে। এছাড়াও বিভিন্ন গাড়ি, বোট এবং মোটরসাইকেলে প্লেয়ার চড়তে পারবে।
গেমটির কমবাট সিস্টেম ব্যাটম্যান আরকাহাম সিটির “ফ্রিফ্লো” কমবাট সিস্টেমের সাথে মিল রয়েছে। যা হ্যান্ড-টু-হ্যান্ড ফিচার সর্মথন করে। রয়েছে উন্নত কভার সিস্টেম। গেমটির ড্রাইভিং উপাদানে কাজ করেছেন নিড ফর স্পিডের কিছু সাবেক নির্মাতারা। ড্রাইভিং এর সময় প্লেয়ার গাড়ি হতে বের হতে পারবে এবং অন্যান্য চলন্ত গাড়িতে জাম্প দিতে পারবে।
গেমটির অধিকাংশ কনটেন্টসগুলো আনলক করার জন্য প্লেয়ারকে স্টোরিলাইট মিশন খেলতে হবে। এছাড়াও সাইড মিশন হিসেবে রয়েছে অনেককিছু।
গেমটিতে এক্সপেরিয়েন্স পয়েন্টকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে।
ট্রিয়ার্ড এক্সপি, ফেইস এক্সপি এবং পুলিশ এক্সপি। ট্রিয়ার্ড এবং পুলিশ এক্সপি প্লেয়ারের ট্রিয়ার্ড এবং পুলিশের ভূমিকায় খেলা হতে পয়েন্ট নিবে এবং ফেইস এক্সপি প্লেয়ারের জেনারেল রেপুটেশন হতে পয়েন্ট নিবে।
গেমটিতে জামা-কাপড়, অন্যান্য সাজুগুলোর সামগ্রী এবং গাড়ি ইত্যাদি ক্রয় করা যাবে। এগুলো অন্যান্য ক্যারেক্টারের রিএকশনে ইফেক্ট করবে।
বলতে গেলে গেমটির গেম-প্লে অনেকটাই জিটিএ সিরিজের মতোই।
নির্মাণ:
সিরিজের আগের গেম ট্রু ক্রাইম: নিউ ইর্য়াক সিটি  গেমটি তেমন বাজার মাতাতে না পারায় এক্টিভিশন ট্রু ক্রাইম সিরিজ হতে মনোযোগ উঠিয়ে অন্যান্য গেমসে ফোকাস করতে লাগলো। তবে গেমটিতে ট্রু ক্রাইম নাম ব্যবহারে বিক্রি ভালো হবে দেখে ২০০৯ সালে গেমটি ট্রু ক্রাইম: হংকং নামে এনাউন্স করা হয়। তবে ২০০৯ সালে ডিসেম্বরে গেমটি ট্রেইলার দেখানো হয় শুধু ট্রু ক্রাইম  টাইটেলে। ২০১০ সালের ফেব্রুয়ারীতে গেমটির প্রধান নির্মাতা প্রতিষ্ঠান ইউনাইটেড ফ্রন্ট গেমস এর স্টুডিও বন্ধ হয়ে যাওয়ায় গেমটির মুক্তি ক্ষণ ২০১১ তে পিছিয়ে দেওয়া হয়।
পরে ২০১১ এর ফেব্রুয়ারীতে এক্টিভিশন গেমটি প্রকাশ করবে না বলে ঘোষণা দেয়। কারণ হিসেবে দেখায় উচ্চবিলাসী বাজেট এবং অন্যান্য কিছু কারণসমূহ।
পরে ২০১১ এর আগষ্টে গেমটি প্রকাশনা সত্ত্ব স্কোয়ার ইনিক্স কিনে নেয় তবে ট্রু ক্রাইম নামটি কিনতে না পারায় গেমটি স্লিপিং ডগস নামে বাজারে ছাড়া হয়।
ডাউনলোড করে নিতে পারো নিচের যেকোনো একটি ওয়েবসাইট হতে:
or
or
or
http://www.gloverzz.net/2012/08/sleeping-dogs-pc.html
or
or
একটা কথা স্পষ্ট করে বলে রাখছি, আমার লেখা গেমস জোন শুধুমাত্র ফেসবুকে আমার নিজস্ব এবং গেমস জোনের আসল পেজhttp://www.facebook.com/games.zone.bd এই পেজটাতে আমি শেয়ার করে থাকি। বাকি কোনো পেজে আমার গেমস জোনের পোষ্ট শেয়ার করা হয় না। যদি করে থাকে তাহলে তারা আমার পারমিশন ছাড়াই এ কাজ টি করেছে। আপনারা যদি ফেসবুকে আমার গেমস জোনের পোষ্ট সমূহ অন্যান্য পেজে পেয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে আমাকে জানিয়ে দেবেন প্লিজ। বহু কষ্ট করে বহু সময় খরচ করে গেমস জোনের এক একটি পর্ব লিখি আমি।
গেমস জোন মুলত টিউনারপেজ (www.tunerpage.com) ব্লগে আমি নিয়মিত এবং প্রথম থেকে লেখা আরম্ভ করেছিলাম। সেখানে গেমস জোনের মোট পর্বের সংখ্যা এখন পর্যন্ত ১৮৩টি। আমি নিজে টিউনারপেজ, টেকটিউনস এবং বাংলা ফ্যামিলি ব্লগে গেমস জোন টিউন করে থাকি। আগে পিসি হেল্পলাইনে করতাম এখন করি না। তাই আপনারা যদি নিচের ৪ টি ব্লগের বাইরে অন্য কোনো ব্লগে আমার গেমস জোনের কপি দেখে থাকেন তাহলে দয়া করে কমেন্টে জানান অথবা ফেসবুকেও আমাকে জানাতে পারেন (fb.com/talented.fahad)
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<