• Cougar

    Cougar

  • Lions

    Lions

  • Snowalker

    Snowalker

  • Howling

    Howling

  • Sunbathing

    Sunbathing

Sunday, June 30, 2013

অভ্র এর এডভান্সড ইউজার হয়ে উঠুন (অফিস+ওয়েব+ফেসবুক+ফটোশপ+ANSI)

আমি ব্যাক্তিগত ভাবে ভয়ানক অদ্ভুত অনুভব করি, যখন আজকের যুগেও মানুষকে অভ্র ফেলে বিজয় ব্যাবহার করতে দেখি। আমি হয়ত কারনটা জানি, হান্নান ভাইয়ের কম্পিউটার দোকানে বসে ছিলাম, এক লোক এসে বিজয় কিনতে চাইল, আমি বললাম, "অভ্র বেশী সহজ না?" সে বলল, "সহজ, কিন্তু বিজয় দিয়ে তো অনেক বেশী ফন্ট ব্যাবহার করা যায়।" আমার মাথার উপর দিয়ে উরে গেল কথাটা... চিন্তা করলাম, "কয়কি বেডায়!?"

Thursday, June 20, 2013

হয়ে উঠুন গ্রাফিক্স ডিজাইনারঃ সফল হওয়ার আগের কথা!


ডাটা এন্ট্রি বলেন, আর ভি-এ বলেন- পোর্ট ফলিওতে দু একটা নিন্মমানের লোগো ডিজাইন কিংবা ফটো এডিট থাকবেই। দোষের কিছু নয়, বলছি কি লাভ এতে? একটা বেপারই বোঝা যায়, ফটোশপ- কিংবা ইলাসট্রেটর সম্পর্কে এই লোকের কিছু ধারনা আছে। হয়ত আগ্রহও আছে। বাট, প্ল্যানিং নেই। কাজও নেই।

Wednesday, June 19, 2013

পিসি (পার্সোনাল কম্পিউটার) কিনবেন?? কি কিনবেন?? কেন কিনবেন?? কিছু টিপস্ এন্ড ট্রিকস্ এবং সতর্কতা!!! ছোট বাচ্চাদের উপযোগী করে পিসি কেনার পরিপূর্ণ গাইডলাইন

আপনি সিদ্ধান্ত নিয়েছেন খুব শীঘ্রই পিসি কিনবেন অথবা নিকট ভবিষ্যতে পিসি কিনতে পারেন এই সম্ভাবনা রয়েছে। পিসি কেনার ব্যাপারে আপনার কোন পূর্ব অভিজ্ঞতা নেই বা এ ব্যাপারে আপনাকে গাইডলাইন দিতে পারে আশেপাশে এমন কেউ নেই। দুশ্চিন্তার তেমন কিছুই নেই!! পিসি কেনাটা আপাত দৃষ্টিতে অনেকের কাছে মারাত্মক ভীতিকর মনে হলেও আসলে এটা তেমন জটিল কোন কাজ না। মনে