• Cougar

    Cougar

  • Lions

    Lions

  • Snowalker

    Snowalker

  • Howling

    Howling

  • Sunbathing

    Sunbathing

Saturday, July 27, 2013

:::ফেসবুক এর প্রতিস্থাতামার্ক জুকারবার্গকে নিয়ে অজানা কিছু তথ্য দিবো আজকে। শুরু করা যাক::

মো.ফয়সাল আলম রিয়াদ
১/ ফেসবুকের প্রকৃত রং নীল এর কারন হল মার্ক জুকারবার্গ বর্ণান্ধ। মার্ক জুকারবার্গ যে রঙটা সবচেয়ে ভালো দেখে সেটা হল নীল।
২/ মার্ক জুকারবার্গ এর একটা কুকুর আছে, যার নাম বিস্ট। এবং এই কুকুরের নামে একটা পেজ আছে।
৩/ মার্ক জুকারবার্গ বন্ধুদের কাছে জুক নামে পরিচিত এবং তার মা তাকে প্রিন্সলী ডাকেন।
৪/ মার্ক জুকারবার্গ চাইনিজ ভাষা শিখেছিলো ২০১০ সালে যাতে সে তার শ্বশুর বাড়ির লোকদের সাথে কথা বলতে পারে।
৫/মার্ক জুকারবার্গকে নিয়ে “দি সোশিয়াল নেটওয়ার্ক”নামে একটা মুভি হয়েছিলো। মার্ক বলেছিলো যেঅই মুভির সাথে তার রিয়েল জীবনের এক মাত্র যে জিনিসটা মিলে তা হল মুভির নায়কের ড্রেস( টি-শার্ট )।
৬/ মার্ক জুকারবার্গ এর সাথে তার গার্লফ্রেন্ড প্রিসিলা চ্যান এর প্রথম দেখা হয়েছিলো হার্ভার্ড ইউনিভার্সিটির একটা টয়লেটের লাইনে, ২০০৩ সালে।
৭/ মার্ক জুকারবার্গ, বিয়ের সময়প্রিসিলার হাতের আংটির ডিজাইন করেছিলো।
৮/ মার্ক জুকারবার্গ এর বিয়েতে যেসব লোকজন এসেছিলো তারা জানতো না যে তারা বিয়েতে এসেছে যতক্ষন পর্যন্ত না বলা হয়েছে। সবাই ভেবেছিলো প্রিসিলার গ্রাজুয়েশান পার্টি এটা।
৯/ গুগল এর গুগল প্লাসে মার্ক জুকারবার্গ এর সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে, যা অন্য কারো নেই।
১০/ মার্ক জুকারবার্গ এর টুইটার একাউন্টের ইউনার নেম হচ্ছে finkd.
১১/ ইয়াহু ফেসবুক কিনতে চেয়েছিলো ১ বিলিয়ন ডলারে। মার্ক জুকারবার্গ সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলো।
১১/ মার্ক জুকারবার্গ গ্রিন ডে, টেয়লর সুইফট, শাকিরার শুনতে পছন্দ করেন।
১২/ কোন ফেসবুক ইউজার মার্ক জুকারবার্গ এর ফেসবুক প্রোফাইল ব্লক করতে পারবেনা
১৩/ মার্ক জুকারবার্গ পারতপক্ষে স্যুট( ফর্মাল ড্রেস ) পরেননা।
 
জেনে ভালো লাগলে কষ্ট করে মন্তব্য করতে বা লাইক দিতে ভুলবেননা. এতে আমরা উৎসাহিত হই এবং  তথ্যগুলো শেয়ার করুন।

জেনে নিন আপনার কম্পিউটার ব্যবহারের সময় এবং বিস্তারিত

মো.ফয়সাল আলম রিয়াদ
============================================
নিজের কম্পিউটার কতক্ষণ ধরে ব্যবহার করছেন তা খুব
সহজেই জানা যায় । এর জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন---

১) start > run এ যান ।

২) এখানে CMD লিখে এন্টার চাপুন ।

৩) এবার আপনার সামনে যে উইন্ডো চালু
হবে তাতে systeminfo লিখে এন্টার চাপুন ।

এবার আপনার কম্পিউটারের বিস্তারিত তথ্য দেখতে পারবেন।
এখানে উল্লেখ থাকবে:

ক) কম্পিউটার কত সময়চলেছে
খ) কোন দেশের তৈরী
গ) স্পিড কত, প্রভৃতি ।

Saturday, July 20, 2013

কেমন লাগছিল দেখতে পৃথিবীর সেরা সেরা ওয়েবসাইটগুলোকে যখন তারা চালু হয়েছিল ??? [মেগা টিউন]

একটু ভেবে দেখেছেন কি বিজ্ঞান আমাদের কতদূর এগিয়ে নিয়ে গেছে? ইন্টারনেটের মাধ্যমে আজ পৃথিবীটা যেন হাতের মুঠোয়। আজ আমরা কোন তথ্য পাওয়ার দরকার হলে ইন্টারনেটে বসি, দুই-চারটা লেখা লিখি আর মাউস দিয়ে ক্লিক করি আর সাথে সাথে সেই কাঙ্ক্ষিত তথ্য পেয়ে যাই। পৃথিবীর সর্বকালের সেরা কিছু ওয়েবসাইটের কল্যাণেই আজ তা সম্ভব হয়েছে। এছাড়াও আছে কোটি-কোটি ব্লগসাইট। আজ আপনি যখন আপনি মোবাইল বা পিসির মাধ্যমে ইন্টারনেটে বসেন, তখন আপনি বাস্তবিকই নিচের ওয়েবসাইটগুলো ভিজিট করেনঃ
Google
Facebook
YouTube
Wikipedia
Yahoo
Twitter
Blogger
Wordpress সহ আরও অনেক..................
কি সত্যি না ??? এগুলোই তো পৃথিবীর খ্যাতিমান সব ওয়েবসাইট। যেখানে সেকেন্ডে ভিজিট করে লক্ষ-কোটি ভিজিটর। এগুলোর এখন যেই ডিজিটাল চেহারা, আগে কিন্তু তেমন খুব একটা আহামরি ছিল না। সময়ের পরিবর্তনের সাথে সাথে এগুলোও বর্তমান ডিজাইন ধারণ করেছে। তাই আজকের টিউনের শিরোনামটা হচ্ছে সেই খ্যাতিমান ওয়েবসাইটগুলো নিয়ে, যখন তারা সর্বপ্রথম চালু হয়েছিল।
1.Google.com - চালু হয়েছিল ১৯৯৬ সালেঃ

  • ১৯৯৬ সালের Google:

  • বর্তমান Google:

  • 2.Facebook.com - চালু হয়েছিল ২০০৪ সালেঃ

  • বর্তমান Facebook:

  • 3.YouTube.com - চালু হয়েছিল ২০০৫ সালেঃ

  • বর্তমান Youtube:

  • 4.Yahoo.com - চালু হয়েছিল ১৯৯৪ সালেঃ

  • বর্তমান Yahoo:

  • 5.Wikipedia.org - চালু হয়েছিল ২০০১ সালেঃ

  • বর্তমান Wikipedia:

  • 6.Twitter.com - চালু হয়েছিল ২০০৬ সালেঃ

  • বর্তমান Twitter:

  • 7.Amazon.com - চালু হয়েছিল ১৯৯৫ সালেঃ

  • বর্তমান Amazon:

  • 8.Apple.com - (স্ক্রীনশটটা ১৯৯৬ সালের) চালু হয়েছিল ১৯৮৭ সালেঃ

  • বর্তমান Apple:

  • 9.Digg.com - চালু হয়েছিল ২০০৪ সালেঃ

  • বর্তমান Digg:

  • 10.eBay.com -(স্ক্রীনশটটা ১৯৯৭ সালের নিলামের সাইট হিসেবে) চালু হয়েছিল ১৯৯৫ সালেঃ

  • বর্তমান eBay:

  • 11.Nytimes.com - চালু হয়েছিল ১৯৯৫ সালেঃ

  • বর্তমান The New York Times:

  • 12.Flickr.com - চালু হয়েছিল ২০০৪ সালেঃ

  • বর্তমান Flickr:

  • 13.Dell.com – চালু হয়েছিল ১৯৯৬ সালেঃ

  • বর্তমান Dell:

  • 14.Telegraph.co.uk - চালু হয়েছিল ১৯৯৪ সালেঃ

  • বর্তমান Telegraph.co.uk:

  • 15.News.bbc.co.uk - চালু হয়েছিল ১৯৯৭ সালেঃ

  • বর্তমান News.bbc.co.uk:

  • 16.Msn.com - চালু হয়েছিল ১৯৯৫ সালেঃ

  • বর্তমান Msn:

  • 17.Whitehouse.gov – চালু হয়েছিল ১৯৯৪ সালেঃ

  • বর্তমান Whitehouse.gov:

  • 18.Myspace.com – চালু হয়েছিল ২০০৩ সালেঃ

  • বর্তমান Myspace:

  • 19.LinkedIn.com - চালু হয়েছিল ২০০৩ সালেঃ

  • বর্তমান LinkedIn:

  • 20.Blogger.com - চালু হয়েছিল ১৯৯৯ সালেঃ

  • বর্তমান Blogger:
  • Tuesday, July 16, 2013

    আপনার অ্যান্ড্রয়েড ফোনে চালান Windows95/98/XP/Win7 এবং Win8 সহ যে কোন অপারেটিং সিস্টেম !!!

    আমাদের অ্যান্ড্রয়েড ফোন লিনাক্স কার্নেল এর উপর ভিত্তি করে চলে। তাই স্মার্ট ফোনে আপনি সরাসরি অ্যান্ড্রয়েড ব্যতীত অন্যকোন অপারেটিং সিস্টেম ইন্সটল করতে পারবেন না। তবে আপনি চাইলে লিনাক্স কার্নেল ভিত্তিক অ্যান্ড্রয়েড ফোন কিছু অ্যাপ্লিকেশান ব্যবহার করে যে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন। এতে
    অপারেটিং সিস্টেম IMG ফাইল ফরমেট সিস্টেম এ থাকবে এবং একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান সেটি পড়বে অর্থাৎ পুরো বিষয়টি একটি অ্যাপ্লিকেশানের মতন কাজ করবে। এরফলে ফোনে বিশেষ কোন প্রকার সমস্যা হবার সম্ভাবনা থাকে না। আজকে আমি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালানোর পদ্ধতি জানাবো।

     libSDL অ্যাপ্লিকেশান ইন্সটলেশন:

    libSDL অ্যাপ্লিকেশান
    অ্যান্ড্রয়েড ফোনে উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালানোর চালানোর জন্য প্রথমে এখান থেকে libSDL অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নিন এবং অ্যান্ড্রয়েড ফোনে ইন্সটল করুন।

    Saturday, July 13, 2013

    মোবাইলের কিছু গুরুত্বপূর্ন সেবার কোডঃ

    মো.ফয়সাল আলম রিয়াদ

    গ্রামীনফোন ▐ এয়ারটেল▐ বাংলালিংক ▐ রবি ▐ টেলিটক ▐ সিটিসেল
    ——————————————————–
    ( আপনাদের ১০০% কাজে লাগবেইইই… আজ লাইক না দিলে যে দিন কাজে লাগবে ঐ দিন আর পাবেন না)

    ► গ্রামীনফোন
    নিজের নাম্বার জানতে *১১১*৮*২#
    নিজের নাম্বার জানতে *২#
    ব্যালেন্স জানতে *৫৬৬#
    রিচার্জ করতে *৫৫৫* গোপন নাম্বার #
    কাস্টমার কেয়ার : ১২১ এ ফোন দিয়ে ১ প্রেস করে ০
    অন্য অপারেটর থেকে গ্রামীন ফোন কাস্টমার কেয়ার ০১৭১১-৫৯৪৫৯৪

    Friday, July 5, 2013

    কম্পিউটার এর জন্য কিছু প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড করে নাও

    সবাই কে আমার সালাম জানাই আশা করি সবাই ভালো আসেন আমি ও ভালো আসি বরাবর এর মত কিছু  প্রয়োজনীয়  সফটওয়্যার নিয়ে আসলাম আপনাদের জন্য । আশা করি আমার পোস্ট সবার ভালো লাগে তাই আমি ও আপনাদের জন্য নিয়ে আসলাম আরও ভালো মানের কিছু  কম্পিউটার সফটওয়্যার , আমার গত পোস্ট যারা দেখেন নি তাড়া  আমি আর বেসি কিছু লিখলাম না তাহলে ডাউনলোড করে ব্যাবহার করতে সুর করুন ।

    স্মার্টফোনই করতে পারবে মেডিক্যাল পরীক্ষা, এমনকি জানাতে পারবে ক্যান্সারের মতো রোগ আছে কি না

    কোরিয়ার বিজ্ঞানীরা স্মার্টফোনকে আরো স্মার্ট করার উদ্যোগ নিয়েছেন। তারা চিকিৎসা বিজ্ঞানে কাজে লাগাতে চান এই প্রযুক্তিকে। দিতে চান চিকিৎসাবিদ্যা, যাতে করে ব্যবহারকারীরা ঘরে বসেই ওই স্মার্টফোনের মাধ্যমে নিজের যাবতীয় চিকিৎসাসেবা পেতে পারেন। ইতোমধ্যেই স্মার্টফোনে কথা বলা, ম্যাসেজ পাঠানো, ছবি তোলা, ভিডিও ধারণ, ইন্টারনেট ব্রাউজিংসহ নানা কাজ করা যাচ্ছে।

    গেমস জোন (১৮২): MotoGP 13 (Dual Core/Bike Racing/2013)

    কয়েক বছরের বিরতির পর মোটো জিপি চ্যাম্পিয়নশীপ গেম চলে এসেছে আমাদের পিসিতে! মোটো জিপি ১৩ কিছুদিন আগে মুক্তি পেয়েছে মাইক্রোসফট উইন্ডোজ, প্লে-স্টেশন ৩, প্লে-স্টেশন ভিটা এবং এক্সবক্স ৩৬০ গেমস কনসোলের জন্য। মোটো জিপি ০৮ এর পর আর কোনো গেম মুক্তি পায় নি মোটো জিপি সিরিজে।

    গেমস জোন [পর্ব-১০৬] :: Sleeping Dogs (২০১২/এডভেঞ্চার/কোর ২ ডুয়ো)

    ঘুমন্ত কুকুর! ঘুমাতে দাও! নাহলে কামড়ে দিবে! হাহাহা!
    গেমস জোনে কিছু পরিবর্তন এনেছি। প্রথমত, গেমসগুলোর কাহিনী বা স্টোরিলাইন লিখবো না, কারণ কাহিনীচক্র আগেই জেনে গেলে গেমস খেলে মজা পাওয়া যায় না। এরই জন্য আমার মুভিস জোন বাদ দিয়ে দিয়েছি। তবে বিশেষ কিছু গেমসগুলোতে কাহিনীচক্র ছোট করে লিখতে পারি। আর ডাউনলোড বিভাগ এখন থেকে বাদ। কারণ ফাইলগুলো

    Wednesday, July 3, 2013

    Facebook এ Fake Profile চিনবেন কিভাবে?

    অনেক সময় ফেসবুকে আমরা অনেকের কাছ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাই। ফ্রেন্ড হিসেবে সরল মনে তাদের সাথে কথা বলি, কিন্তু জানিনা আমি কার সাথে কথা বলছি। এটাও জানিনা যে ওর প্রোফাইলে দেওয়া ছবিগুলো কি সত্যই ওর।

    Sunday, June 30, 2013

    অভ্র এর এডভান্সড ইউজার হয়ে উঠুন (অফিস+ওয়েব+ফেসবুক+ফটোশপ+ANSI)

    আমি ব্যাক্তিগত ভাবে ভয়ানক অদ্ভুত অনুভব করি, যখন আজকের যুগেও মানুষকে অভ্র ফেলে বিজয় ব্যাবহার করতে দেখি। আমি হয়ত কারনটা জানি, হান্নান ভাইয়ের কম্পিউটার দোকানে বসে ছিলাম, এক লোক এসে বিজয় কিনতে চাইল, আমি বললাম, "অভ্র বেশী সহজ না?" সে বলল, "সহজ, কিন্তু বিজয় দিয়ে তো অনেক বেশী ফন্ট ব্যাবহার করা যায়।" আমার মাথার উপর দিয়ে উরে গেল কথাটা... চিন্তা করলাম, "কয়কি বেডায়!?"

    Thursday, June 20, 2013

    হয়ে উঠুন গ্রাফিক্স ডিজাইনারঃ সফল হওয়ার আগের কথা!


    ডাটা এন্ট্রি বলেন, আর ভি-এ বলেন- পোর্ট ফলিওতে দু একটা নিন্মমানের লোগো ডিজাইন কিংবা ফটো এডিট থাকবেই। দোষের কিছু নয়, বলছি কি লাভ এতে? একটা বেপারই বোঝা যায়, ফটোশপ- কিংবা ইলাসট্রেটর সম্পর্কে এই লোকের কিছু ধারনা আছে। হয়ত আগ্রহও আছে। বাট, প্ল্যানিং নেই। কাজও নেই।

    Wednesday, June 19, 2013

    পিসি (পার্সোনাল কম্পিউটার) কিনবেন?? কি কিনবেন?? কেন কিনবেন?? কিছু টিপস্ এন্ড ট্রিকস্ এবং সতর্কতা!!! ছোট বাচ্চাদের উপযোগী করে পিসি কেনার পরিপূর্ণ গাইডলাইন

    আপনি সিদ্ধান্ত নিয়েছেন খুব শীঘ্রই পিসি কিনবেন অথবা নিকট ভবিষ্যতে পিসি কিনতে পারেন এই সম্ভাবনা রয়েছে। পিসি কেনার ব্যাপারে আপনার কোন পূর্ব অভিজ্ঞতা নেই বা এ ব্যাপারে আপনাকে গাইডলাইন দিতে পারে আশেপাশে এমন কেউ নেই। দুশ্চিন্তার তেমন কিছুই নেই!! পিসি কেনাটা আপাত দৃষ্টিতে অনেকের কাছে মারাত্মক ভীতিকর মনে হলেও আসলে এটা তেমন জটিল কোন কাজ না। মনে